Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

অনেক কথা১৬

: | : ১৩/১০/২০১৩

ক্ষমতাবান ও ধনবান এবং গরিব–

* ঈশ্বর তোমাকে ক্ষমতা দিয়েছে তাই তুমি ক্ষমতাবান, ধনী করেছে তাই তুমি ধনবান কিন্তু দুর্বলের উপর শক্তিপ্রয়োগ করে কখনো ক্ষমতার অপব্যবহার করো না এবং গরিবিকে নিকৃষ্ট ভেবে গরিবকে কখনো ঘৃণা করো না, যদ্দুর পারো তাদের সাহায্যসহযোগিতা করো, কারণ ঈশ্বর তোমাকে দিয়েছে তাকে দেওয়ার জন্যে। মনে করো, নেওয়ার হাতটা তোমারও হতে পারত। তাই ক্ষমতাবান হলে সব সময় দুর্বলের সঙ্গে থেকো, ধনবান হলে অভাবীদের খোঁজখবর নিয়ো; তবেই ঈশ্বর তোমার উপর সন্তুষ্ট, তখন তুমি প্রকৃত ধনী এবং ক্ষমতাবান।

* যতই আগুয়ান হও পিছে ফিরে দেখো–দেখতে পেলে তুমি সার্থক।

* যতই ধনবান হও গরিবকে মনে রেখো, গরিবিকে তুচ্ছ ভেবো না; তা হলে তুমি সত্যিকারের ধনী হতে পারো, তোমার ধনের রাজ্যে কখনো অবনতি হবে না।

* দারিদ্র্যকে যে ভালবাসে এবং দরিদ্রকে যে দান করে তিনিই হতে পারে মহান ও মানী এবং পৃথিবীর সবচেয়ে বড় ধনী।

* তুমি উৎকৃষ্ট মানুষ, অতি ধনবান এবং ক্ষমতাবান কিন্তু দুর্বলের অর্থ কী এবং গরিবের রূপ কেমন তোমার জানা নেই, তবে তুমি সবচেয়ে নিকৃষ্ট মানুষ।

* যে ক্ষমতার সদ্ব্যবহার করতে জানে না, সে নিজযোগ্যতার প্রমাণ দিতে পারে না।

* যে ঐশ্বর্যবান প্রাচুর্য ছাড়া কিছুই চিনে না, সে পৃথিবীর সবচেয়ে গরিব।

* অভাবীর সম্পূর্ণ অভাব মোচন করতে পার এমন ধনী তুমি হও নি! কিন্তু অভাবগ্রস্তকারীর কিছুটা দরদ লাঘব করতে পার এমন ধনী তুমি নিশ্চয় হয়েছ?

* অভাবের তাড়না যে কী সেটা কোনো অভাবগ্রস্তকেই পুছো।

* যেমানুষ সিঁড়ির ধাপে ধাপে নিচের কথা ভুলে যায়, সেমানুষ সিঁড়ির চূড়ায় অবস্থান করতে পারে না।

* কেউ কেউ পরের ধনে পোদ্দার, কেউ কেউ নিজের ধনেও রাখে না অধিকার।

* যে অর্থবান সবকিছুতে অর্থের গরিমা করে–সে খুব ছোট মনের মানুষ।

* প্রকৃত ধনবান অর্থকে কখনো স্বার্থপরের মতো আঁকড়ে রাখে না, অভাবমোচনে বিলিয়ে দেয়; যে আঁকড়ে রাখে সে প্রকৃত ধনবান নয়–ধনবানের কলঙ্ক।

* গাড়ি-বাড়ি-অট্টালিকায় বাস করে যে মাটির মানুষ হতে পারে না, মাটি তার জন্যে খুব আফসোস করে।

* বিধাতা যাকে ধন দেয় তাকে মন দেয় না, যাকে মন দেয় তাকে ধন দেয় না; এটা বিধাতার কেমন আচরণ বুঝি না, তিনি সত্যকে সব সময় ঢেকে রেখে মিথ্যাকে শক্তি দেয়–প্রলোভিত করে!

চলবে…

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top