বড় মূর্খ আমরা!
আমরা কথা বলি,কাজ
করি না। শুরু করি, শেষ
করি না।
আমরা আশা করি, স্বপ্ন
দেখি, কষ্ট স্বীকার
করি না।
আমরা সফলতা অর্জন
করতে চাই,
অলসতা বর্জন করি না।
তাই আমাদের আশা হয়
দুরাশা। আমাদের
ভাগ্যে জোটে ব্যর্থতা।
বড় মূর্খ আমরা। বড়
নির্বোধ আমরা।
আমরা কামনা করি,
সাধনা করি না।
আমরা ইচ্ছা করি,
বাস্তবায়ন করি না।
আরাম করি, সংগ্রাম
করি না। আমরা ফল চাই,
ফসল চাই, ত্যাগ ও
আত্মত্যাগ করি না।
আমরা সময়ের অপচয়
করি, কাল ও
আগামীকালের হিসাব
করি না। তাই জীবন
ফুরিয়ে যায়,
আলো নিভে যায়, আর
স্বপ্ন স্বপ্নই
থেকে যায়। বড় মূর্খ
আমরা। বড় নির্বোধ
আমরা। আমরা ভুল করি,
স্বীকার করি না, নষ্ট
করি সংশোধন করি না।
আমরা মানুষের দোষ
দেখি, গুণ দেখি না।
নিন্দা করি,
প্রশংসা করি না।
আমরা ভোগ করি, দান
করি না। পেতে চাই,
দিতে চাই না। তাই
আমরা তলিয়ে যাই,
হারিয়ে যাই। আলোর
ইশারা দেখি না,
মুক্তির পথ খুঁজে পাই না।
বড় মূর্খ আমরা। বড়
নির্বোধ আমরা।
নিজেদের শত্রু
নিজেরাই আমরা।
[মাওলানা আবু তাহের
মেসবাহ (দা.বা.)]