Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

বোধ মানে না বিধান

: | : ১৩/১০/২০১৩

=====================

কিছু কিছু সময় করে আত্মার মাঝে আসা

যাওয়া- রক্ত ঝরা- রক্ত ঝরা- কল কল

শব্দে ঝর্ণাধারা। একটাই আছে বিধান-

ক্ষয়ে যায় না হাদীস ও কোরআন, দেখলাম

কি বুঝলাম না- না মানিলে, হইলাম শুধু

পশুত্ব সমান, কলঙ্ক বোঝা নিজের মাঝে

কি জ্ঞান- আত্মত্যাগে হও মহান।

 

বিধানের রীতিনীতি মানছে কয় জনা

প্রতিযোগিতায় হই আত্মহারা- বোধের

মাঝে মানবতা, মানবতাই যদি ধর্ম হয়,

গুরু হয় বা কারা, হাটবাজারে মাংস কিনে

খাই- মানুষ হত্যা করে মানুষ মজা নাকি পায়-

কোন বিধানে আছে ভাই- বোধ শৃণ্য হয়।

অন্তর নদে লাল কালো বিড়ম্বনা ছাড়-

মুক্তির পথ মিলবে তাতে স্বপ্নে স্বপ্নে দেখো।

 

বিধান মতে করতে হবে, নিজ হস্তে চতুস্পাদ

কোরবান, আত্মত্যাগ ফুটবে রক্ত জবা আজ

তবুও ভাই বোধ মানে না আল্লাহ রাসুলের

বিধান। কলঙ্কযজ্ঞ মাঝে কি করে পাবে?

আত্মত্যাগের বার মাসের চেতনা ঝরা বান।

 

লেখার তারিখঃ ১৩/১০/১৩

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top