Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

অন্যরকম করে ভাবাও দরকার ।

: | : ১৩/১০/২০১৩

 

আজ রবিবার, আমাদের এখানে হাট বার ।এটাই ঈদের আগে শেষ হাটের দিন । রাস্তা দিয়ে হেঁটে আসার সময় দেখলাম এক উসবের আমেজ । সবার মুখে চোখে আনন্দের ছাপ । কেউ গরু নিয়ে হাটে যাচ্ছে আবার কেউ খাসি, সাথে ভেড়া, মহিষেরও আমদানি কম নয় । বিক্রেতার চোখের স্বপ্ন যত বেশী দামে পশুটি বিক্রি করতে পারবে ততই তার ঈদ আনন্দ হবে বেশী । আর ক্রেতার চোখে? ক্রেতা চাচ্ছে যতটা সম্ভব কম দামে কিনতে পারলেই তার স্বাচ্ছন্দ । এটাই স্বাভাবিক । এই আনন্দ উচ্ছাস, প্রিয়জনের সাথে দেখা হওয়ার উল্লাস সব কিছুর মধ্যেই আজ ঈদের আমেজ পরিলক্ষিত । কিন্তু এই আনন্দের ঠিক উল্টো পিঠেই কষ্টের প্রতিচ্ছবি । কোরবানি ঈদের দিন জবাই হয়ে হয়ে যাবে লক্ষ লক্ষ পশু । গরু গুলোকে যখন সবাই আজ হাটের দিকে নিয়ে যাচ্ছে তখন তাদের মুখের দিকে তাকিয়ে হঠাই মনটা চরমভাবে বিষন্ন হয়ে উঠল । সবগুলো পশুর চোখেই পানি । ওরাতো আর বোঝেনা যে আর দুদিন পরই ওদের পৃথিবী দেখার অধিকার হারাবে !ওদের আজকের চোখের পানির অর্থ হচ্ছে তার পরিচিত ঘর, একটা খর খাওয়ার চাড়ি ছেড়ে তাকে অন্যকোন এক জায়গায় চলে যেতে হচ্ছে বলে । এই চলে যাওয়া তার কাছে অনেক কষ্টের বলেই চোখের এক কোণে পানি জমে ।

আমরা মানুষ, আমরা পশু কোরবানি করি আল্লাহকে খুশি করার জন্য । আর কোরবানি করতে হয় একটি সুস্থ পশুকে । যদি সেই পশুর কান্না আমরা শুনতাম তবে হয়ত আমরা কোরবানিতো দূরে থাক আমাদের নিজেদের অস্তিত্বই ঠিক রাখতে পারতাম না । এই করুন দৃশ্যটি আমরা প্রতিবারই কোরবানির ঈদে দেখতে পাই । আমরা বেশীর ভাগ মানুষই এই মর্মার্থটুকু ভাবিনা । কোরবানি করতে হবেই । এটা আমাদের ধর্মকে লালন করা, আল্লাহকে সন্তুষ্টি করা । তাই আমাদের কোরবানিটি যেন হয় শুদ্ধ । আমরা যেন প্রতিযোগীতা বা মাংস খাওয়ার জন্য কোরবানি না করি । পৃথিবীতে কোরবানির ঈদের দিনটি অনেক শোকের একটি দিন । তাই এই দিনটিতে নিজেদের পরিশুদ্ধ করার অনেক বড় একটি সুযোগ । পশুর সেই করুন চিকার যেন আনন্দ উদযাপনের মাধ্যম না হয় । আমাদের উপলব্ধি থেকে আমাদের শিক্ষা নিতে হবে ।

এ কথাগুলো আমরা সবাই জানি । কিন্তু আনন্দের তোরে মর্মস্পর্শী এই ঘটনাটি এড়িয়ে যাই । কয়েকটি বিষয় খেয়াল রেখেই কোরবানি করা উচি। তারমধ্যে সঠিক নিয়ত, নিম্ন বিত্ত মানুষকে কোরবানির মাংস বিলিয়ে দেওয়া, আত্নীয় স্বজনকে সঠিকভাবে তার ভাগ দেওয়া এবং সর্বপরি আল্লাহর উদ্দ্যেশে কোরবানি করা ।

সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো । ।ঈদ মোবারক । ভালো থাকুন, সুস্থভাবে ঈদ করুন । 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top