Today 01 Dec 2025
Top today
Welcome to cholontika

আমি দুজনার

: | : ১৪/১০/২০১৩

মানিক ভালোবাসে রীমাকে,
ঝুমা বলে, মানিক ভালোবাসি তোমাকে।
মানিক বলে, ক্ষমা কর আমায় আমি রীমাকে ভালোবাসি,
ঝুমা বলে, দেখ মানিক ও কিন্তু একটা দাসী।
রীমা রেগে গিয়ে বলে, কি বললি ঝুমা!
এখনই তুর ছিড়ছি গায়ের জামা।
আমার মানিককে তুই নিতে চাস,
তুর গলায় দেব এখন ফাঁস।
ঝুমা বলে, তুর এত বড় সাহস,
এখনই মিঠাচ্ছি তোর প্রেম করার খায়েশ।
হঠাৎ মানিক বলে, ঝুমা তুমি আমাদের প্রেমে বাঁধা দিওনা,
আমি রীমাকে ছাড়া বাঁচব না।
ঝুমা অশ্র“সিক্ত নয়নে বলে, না, না তুমি অন্য কারো নও,
আমি একমাত্র হতে চাই তোমারই বউ।
একথা শুনে রীমা রেগে গিয়ে দেয় ঝুমার চুলে টান,
এ দৃশ্য দেখে যাচ্ছে মানিকের মান সম্মান।
মানিক কিংকর্তব্যবিমূঢ় হয়ে বলে উঠল, আমি দুজনার,
ভাগ করে নাও দেহ আমার।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top