Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

আমি হতাশ !

: | : ১৫/১০/২০১৩

আমি অন্তযামি নই, তাই বলতে পারবো না চলন্তিকার ভবিষ্যত কি। চলন্তিকা স্বগর্বে পৌছে যাক সফলতার চূড়ান্তে, এই কামনাই করি নিরন্তর। তবে আজ আমি চরম হতাশ! গুনে গুনে(স্টিকি ব্যতীত) প্রথম ২০টি পোস্ট দেখলাম যার মধ্যে ৫টি পোস্ট পড়া হয়েছে ১ বার, ২টি পোস্ট পঠিত হয়েছে ২বার, ১টি পোস্ট পঠিত হয়েছে ৩ বার, ১পোস্ট পঠিত হয়েছে ৪ বার, ২টি পোস্ট পঠিত হয়েছে ৫ বার, ১টি পোস্ট পঠিত হয়েছে ৭ বার, ১টি পোস্ট পঠিত হয়েছে ৮ বার, ৩টি পোস্ট পঠিত হয়েছে ৯ বার, ১টি পোস্ট পঠিত হয়েছে ১০ বার, ২টি পোস্ট পঠিত হয়েছে ১১ বার, ২টি পোস্ট পঠিত হয়েছে ১২ বার ও ১টি পোস্ট পঠিত হয়েছে ২৫ বার।

পোস্টে যেহেতু সময় উল্লেখ নেই তাই নির্দিষ্ট করে বলতে পারছি না এই পোস্টগুলো কতক্ষণ আগে দেওয়া হয়েছে। তবে যতক্ষণ আগেই করা হোক না কেন, পোস্ট প্রদর্শনের এই চিত্র আমাকে রীতিমত অবাক করেছে। এই চিত্র থেকে আমরা কী বুঝতে পারছি ? চলন্তিকা এখনো আশানুরূপ পাঠক টানতে পারে নি। চলন্তিকার লেখক/লেখিকাগণ অন্যের লেখা তো দূরের কথা, পোস্ট করার পর নিজের লেখায় চোখ বুলায় কি না তাতে প্রচন্ড সন্দেহ আছে।

চলন্তিকার বর্তমান লেখক/লেখিকার সংখ্যা ৩৪৯ জন। গড়ে প্রতিদিন যদি এর অর্ধেক অর্থাত ১৭৫ জন লেখকও একবার করে ব্লগে লগইন করেন এবং ৫টি করে লেখা পড়েন তাহলে প্রথম ২০টি লেখার মধ্যে অন্তত ১০টি লেখা কমপক্ষে ৫০ বার করে পঠিত হওয়ার কথা। অতএব উপরের চিত্র থেকে এটা পরিষ্কার বুঝা যাচ্ছে চলন্তিকার নিবন্ধিত লেখক/লেখিকাগণ পোস্ট দেওয়ার পরই দৌড়ের উপরে থাকেন, এটা অত্যন্ত হতাশা ও বেদনাদায়ক। আবার কিছু লেখক আছেন যারা পয়েন্ট সংগ্রহের জন্য সম্পূর্ণ লেখা না পড়েই মন্তব্য করেন । অনেকের অসংখ্য এক দুই শব্দের মন্তব্য দেখে আমার এই ধারনা হয়েছে( হতে পারে আমার ধারনা ভুল) এটাকে ব্লগ এগিয়ে নিয়ে যাওযার প্রতিশ্রুতি নয়, এক ধরনের ছলকাচুরি বলা যায়।

সবার প্রতি আমি বিনীত অনুরোধ করছি, যদি সত্যি আপনি চলন্তিকাকে ভালোবাসেন তাহলে পোস্টকৃত লেখাগুলো পড়ার চেষ্টা করে নিজে শিখুন ও উত্সাহীত হোন এবং অন্যকে উত্সাহীত করুন। ধন্যবাদ সবাইকে। আবার চলন্তিকার সফলতা ও সকলের মঙ্গল কামনা করছি। ( এখন রাত ১২ টা বাজে, এবং উপরের চিত্রটি সোমবার দিবাগত রাত ১২টার)

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top