Top today
সাদা বক্
চক-চকে সাদা বক্
নীল আকাশে উড়ে ,
চোখ ধাধিয়ে চোখ ফাঁসিয়ে
ঝিলের মঝে ঘোরে ।
জলের ঢেউয়ে শাপলা হাসে
ভাসে শাপলা পাতা ,
ঝোপের ভিতর মেছো
পাখি খুলছে ছড়ার খাতা ।
বকের ডরে মাছ পালায়
গভীর জলের তরে ,
লেজ দেখিয়ে লজ্জা দেয়
ঘৃনা জানায় তারে ।