Top today
ঈদের বায়না
ঈদ এসেছে চাঁদ উঠেছে
পশ্চিম আকাশ পানে ,
ছোট্ট ছেলে ছোট্ট মেয়ে
সুর ধরেছে গানে ।
আছে কার নতুন পোশাক
করে বলা – বলি ,
ঈদ আনন্দে ফুঁটছে ফুল
পখিরা যায় চলি – ।
বিকাল বেলায় যাবো মেলায়
সোনা – মনির বায়না ,
টাকা দিও আব্বু – আম্মু
কিনব চিরুনি আয়না ।