Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

আমি যাবো

: | : ১৮/১০/২০১৩

আমি মক্কায় যাবো

খেজুর খাবো

মোহাম্মদের [সঃ] রওজা দেখবো ,

দেখবো ঘুরে মদিনা –

মরুভূমির সিমানা –

হৃদয়ে ছবি আঁকবো ।

 

যেখানে ইসলাম সৃষ্টি

ঝড়িয়েছে খোদা বৃষ্টি

বানিয়েছে মাটির মানুষ ,

ফুল ফোঁটা ঘ্রাণে

দেখতে চায় প্রাণে

নবী –রাসুল – ইউনূছ ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top