Today 12 Oct 2025
Top today
Welcome to cholontika

“পথিক”

: | : ১৮/১০/২০১৩

কিসের আশায় বসে আছ হে পথিক?

যদি বসেই থাকো তবে তুমি কেমন পথিক?

তোমার চলার পথ আঁকা হয়েছে অনেক দূর।

এক বিন্দুতে বেঁধে রেখেছে তোমায় কোন্‌ রোমাঞ্চিত সুর?

 

হে পথিক;তুমি উঠে দাঁড়াও;পথ হাঁটো;আবার হও পথিক।

ছিন্ন কর মায়াজাল;ভেঙ্গে ফেল মোহের কারাগারের শিক।

 

কোন্‌ লোভের ছায়ায় ডুবে গেছে তোমার পথের দীপ্তি?

কেন এক ঝটকায় বিস্বাদ হয়েছে তোমার পণ তৃপ্তি?

এমন তো কথা ছিল না;নিজের সঙ্গেই করেছ প্রতারণা।

থামিয়ে দিয়েছে তোমায় কোন্‌ মাস্‌কারা আঁকা নয়না?

 

পথ হবে তোমার ঘর;তুমি হবে না চার দেয়ালের সংসারী।

তুমি কেবলই পথিক হবে;আটকাতে পারবে না কোনো রমণীর শাড়ি।

তুমি দলছুট;কেহ নহে তোমার পথের শরিক।

তুমি দিগন্তহীন অনন্তের বিরামহীন নিঃসঙ্গ পথিক।

 

যদি অপেক্ষায় বসে থাকো;যদি স্থির হও;তবে তুমি কেমন পথিক?

তোমার গতিরুদ্ধ হবে না;চলতে থাকবে এটাই তোমার স্বাভাবিক।

 

তুমি হবে না বিনিময়ের চুক্তিতে আবদ্ধ।

তুমি মুক্ত পথিক;তুমি হবে কেবল পথের ধুলোর ভক্ত।

না পাওয়ার বেদনায় বিষণ্ণ হবে না;হবে না তুমি ক্লান্ত।

নগদের নেশা নহে তোমার শ্রমের মন্ত্র।

 

হে পথিক;উঠে দাঁড়াও।এই নিশ্চল ঘর নহে তো তোমার।

পায়ের আঙ্গুল গতিময় করে খুঁজো পথের সংসার।

ভুলের প্রায়শ্চিত্ত স্বরূপ নিজেকে দাও ধিক্‌।

তারপর উঠে দাঁড়াও;চলতে থাকো;হও পথের পথিক।

তুমি শুধু নিজেকে নিজে হারাবে পথে;হারাবে না অন্য কিছু।

তবেই তুমি পথিক হবে;ছুটবে না কাহারো পিছু।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top