Top today
ফুল ছুঁড়ো না ভুলে
_________________________
পাথর ছুঁড়লে সইতে পারি
ফুল ছুঁড়লে নয়
পাথর লাগে গায়ের ‘পরে
ফুলের লক্ষ্য হৃদয়,
ফুল ছুঁড়ো না ভুল করে গো
পাথর ছুঁড়ো গায়
সোনার স্বপ্নে রূপোর হৃদয়
তবু তোমায় চাই,
ভুল করে গো ফুল এনেছি
নাও গো আঁচল ভরে
মন নিয়ে তো মন দেবে গো
সোহাগ চুমে অধঁরে ।
_________________________