অনেক কথা১৮
আনন্দ ও নিরানন্দ–
* অনেকে খেয়ে আনন্দ পায়, অনেকে খাওয়ায়ে। অনেকে দিয়ে আনন্দ পায়, অনেকে নিয়ে। এই দুয়ের মধ্যে উৎকৃষ্ট কে?
* আনন্দ কর কিন্তু সীমা লঙ্ঘন করো না; যে আনন্দ সীমা অতিক্রম করে, সে আনন্দ বিষাদে পরিণত হয় অচিরে।
* মনের আনন্দই প্রকৃত আনন্দ, যার মনে আনন্দ নেই সে মৃত।
* মানুষ আর যা কিছু হওয়া যায় তবে নিরানন্দ হওয়া ঠিক না, কারণ বিষাদের কাছে নিশাতের হারমানা মানে কল্যাণীকে পিষ্ঠ করা। আর কল্যাণী নিরানন্দ হলে আনন্দের জীবনে কখনো ফুটে না হাসনাহেনা। তাই যতই দুঃখের মাঝে জীবন কাটুক আনন্দই একমাত্র মানুষের ধর্ম হওয়া উচিত।
* এসেছি প্রকৃত কান্নার সাথে আয়নার পৃথিবীতে
বিমোহিত রূপে তার মোহিত হয়ে আছি দিনেরাতে।
বেলা শেষ খেলা শেষ ফুরায় রঙ্গ–মায়াক্রন্দন
হাজার চেষ্টাপর কাঁদা যায় না আর প্রকৃতকাঁদন!
নিরানন্দ ভুবন কী আনন্দ করে আমার গমনেতে–
এসেছি প্রকৃত কান্নার সাথে আয়নার পৃথিবীতে॥
* হাসির মাঝে কত দুখ, যে দেখে না সে বুঝে সুখ!
চলবে…