Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

না জানার ভালোলাগা

: | : ২৩/১০/২০১৩

 

আমি তোমার খুউ…ব কাছের

দূরে থেকেও তোমার

নিঃস্বাসের সাঁই সাঁই শব্দ

নাকের গরম বাতাস

অনুভূতিতে আলতো ছোঁয়া

বুঝে যাই এক নিমিষেই

তবুও, ঠিক তবুও

আমি জানতে চাইনা

তোমার মনের গোপন কথাগুলো…..

যেটা তুমি আমার দিকে

তাকানোর ভান করে,

অথবা অন্য দিকে তাকিয়ে

বা পাশ দিয়ে হেঁটে যাওয়া

কোন যুবকের স্পর্শে……

তোমার মনের পাশে অনুভূত হয়

ঠিক ঐ অনুভূতিগুলো

আমি জানতে চাইনা

ছোট্ট করে লুকিয়ে যাওয়া

তোমার গোপনীয়তাগুলো ……!

যেটা আমার বিশ্বাসে

এতটুকু আঘাত হানে

অথবা তোমাকে সামান্য

অবিশ্বাসের জায়গায় নিয়ে যায়

আমার কাছে ।

তোমার খুব কাছে থেকেও

আমি জানতে চাই না

ঐ কথাগুলো……

যা তুমি গোপন করো

হৃদয়ের অজান্তে

 

আমার হাতে হাত রেখে

অন্য কারো চোখে চোখ রাখো

মনের বেখায়ালে…..

তোমার ভালো লেগে যায়

অদৃশ্য মনের টানে

অচেনা যুবকের সরল চাহুনী

আমি জানতে চাইনা

তোমার ঐ ভালোলাগাটুকুকে

তোমার গোপনীয়তাকে,

একান্তে থাকা গোপনীয়তাকে

তা তোমাকে ভালোবাসি বলেই

অনেক, অনেক ভালোবাসি বলেই ।

আমি তোমার ঐ টুকু

গোপনীয়তাও বুঝতে পারি

যা তুমি একান্তে ভাবো

আমাকে ব্যতিরেকে

তোমার হৃদয়ে

যে স্পন্দন হয়, সেটুকুও

তা শুধু তোমার

খুব, খুউ..ব কাছের বলেই ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top