Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

শুকনো পাতারে করে দেই চূর্ণ বিচূর্ণ

: | : ২৩/১০/২০১৩

বড্ড ব্যস্ত হয়ে গেছি
না,ব্যস্ততার ভান করি মিছামিছি ।

ভাবি খানিকটা পেলে অবসর
স্বপ্নরা হয়ে গেলো কেনো ধূসর।

সব ইচ্ছা মরে হয়েছে ভুত
কেড়ে নিলো বুঝি নিরাশার দূত।

মনে পরে আজ সেই দিনগুলি
স্মৃতির পাতায় যা রেখেছি তুলি।

ওইতো সেদিনই কতো যে ছিলো শখ
শুকনো পাতা কুঁড়োনোয় থাকতাম উন্মুখ।

এই পাতা সেই পাতা খেজুর গাছের ফার্ণ পাতা
কখনো বা শুকনো রঙিন ব্যাঙের ছাতা।

লাল নীল সোনালী সবুজ হলুদ কমলায়
রাঙালে পাতা হতো আরো শোভাময়।

সাজিয়েছি একে একে ফুলদানীতে
আনন্দোহিল্লোলে দুলে উঠত মনখানিতে।

এভাবেই সব স্বপ্ন একসাথে
রঙে রঙে সাজিয়েছিলাম এক হাতে।

অবাক হই, হাতে উঠে আসে এখনো
অভ্যাসবশত:, সুন্দর সুন্দর পাতা শুকনো।

শুধুই নিয়ে আসি হাতে করে
তবে, সাজাই না আর মন ভরে।

পথচলা যেমন হয়ে গেছে বিবর্ণ
শুকনো পাতাগুলোকেও তেমনি,
দুহাতে করে ফেলি চুর্ণ বিচুর্ণ।

https://lh3.googleusercontent.com/-EYYljFron2M/UU_rxuYpp2I/AAAAAAAAPgM/774hszaB3RY/w497-h373/angel.gif

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top