Top today
যোদ্ধা
ফুঁটপাতে ভূমিষ্ট হওয়া শিশু
হেলার পাটিতে গড়াগড়ি খায় যে অহর্নিশ
সেই ভালো জানে বঞ্চনার রঙ কি।
তবুও সে জীবনের মানে খোঁজে ফেরে
দারুন দুঃসাহসে প্রতিদিন ডলে যায়
পৃথিবীর সকল নিষ্ঠুরতা
বিষাদকে নিত্য করে পরাজিত।
সমাজের ঘাড়ে পা দিয়ে
সূর্যের চোখে চোখ রেখে জানিয়ে দেয়
নিজ ধৈর্যের সীমানা।