ছবির সাথে মিলবে ঘ্রাণ
ধরুন টেলিভিশনে রান্নার কোনও অনুষ্টান চলছে ।আপনি টেলিভেশন সেটটি চালু করলেন।রান্নার বিভিন্ন পর্যায়ে তেল,মসলা সহ অন্নান্য জিনিস মাখিয়ে পাত্র করে যখন চুলোয় দেওয়া হল তখন সেখান থেকে বেরিয়ে আসতে থাকলো নানা ধরণের সুঘ্রাণ ।আপনি সেটের সামনে বসে পেলেন সে ঘ্রাণ ।তাহলে কেমন হয় ?নিশ্চয় অসাধারণ একটা ব্যাপার হবে সেটি ।আপনাকে অসাধারণের সেই স্বাদ সম্ভবত দিয়েই ছাড়বেন গবেষকরা ।তারা এখন সেই বিষয়টি নিয়েই কাজ করছেন ।ভবিষ্যতে আপনি টেলিভিশন দেখার পাশাপাশি ঘ্রাণও পাবেন।সেই আয়োজনই চলছে ।একই সঙ্গে গোলাগুলি বা হিংসাত্ত্বক কোনও অবস্হার অনুভুতি পাবেন কিনা তা অবশ্য এখনও দিব্যি করে বলা যাচ্ছে না ।এজন্য অপেক্ষায় থাকতে হবে কিছুদিন ।প্রযুক্তির উন্নয়নের পথ ধরে একদিন ঠিক হাজির হবে এমনটি ।কেমন হবে সেই প্রযুক্তি বিশ্বব্যাপী আজকের ভাবনা সেটাই ।থ্রিডি এবং এইচ ডি প্রযুক্তিকে এখন আর ভবিষ্যতের কোনও প্রযুক্তি বলে মানছেন না কেউ । মোশন প্যারালাক্সকে ভাবা হচ্ছে পরবর্তী প্রজন্মের প্রযুক্তি হিসেবে ।এ নিয়ে এখনও তেমন কাজ হয়নি ।তবে গবেশকদের বিশ্বাস একদিন এ প্রযুক্তি দখল করে নিবে বিশ্ববাজার ।এজন্য এখন কেবল অপেক্ষার পালা ।গেম খেলার সময় যাতে খেলোয়াড় গেমের সত্যিকার পরস্হিতি অনুভব করতে পারে সে জন্য থ্রিডি স্পেস ভেস্ট তৈরী করেছে টিএন গেমস ।এটি এমন ধরণের জ্যাকেট যা পরে থাকলে গেম খেলার সময় গোলাগুলি গায়ে লাগলে যেমন অনুভূতি হয় ঠিক তেমনটাই হবে ।মাথায় গুলি লাগতে কেমন হয় অনুভূতি তা বুঝতে তারা তৈরি করছে এইচটিএক্স হেলমেট । শীঘ্রই এটি বাজারে আসছে ।ফিলিপসের গবেষকরা উন্নয়ন ঘটিয়েছেন এমবিএক্স প্রযুক্তি যার মাধ্যমে পাওয়া যাচ্ছে গেমের প্রকৃত স্বাদ ।
বিজ্ঞান আমাদের ঠিক কোথায় নিয়ে যাচ্ছে,ভাবতে অবাক লাগে ।ভবিষ্যতে যে এমন আরও বহু অবাক করা বিষয় আমাদের সামনে অপেক্ষা করছে সে ব্যাপারে সন্দেহের অবকাশ নেই ।টেলিভিশন সেটের সামনে বসে রান্নার অনুষ্টান দেখার সময় যখন সেই রান্নার ঘ্রাণ আপনাকে মোহিত করবে ,তখন আপনি অবাক হলেও বিজ্ঞান থেমে থাকবে না । এক সময় হয়তো ঘ্রাণের সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন রান্নার স্বাদও । তবে সহসাই সেদিন আসছেনা এজন্য কিছুদিন অপেক্ষায় থাকতে হবে ।