Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

অনেক কথা১৯

: | : ২৪/১০/২০১৩

উদার–

* উদার প্রকৃতির লোক সুধার মতো নির্মল।

* মাটির মানুষ যে, সে খাঁটি মানব।

* উদার মানুষেতে সুধার গুণ।

* যাঁরা মহামানবত্ব অর্জন করতে পেরেছে, নিঃসন্দেহে তাঁরা উদার।

* সবাই মানুষ হতে পারে কিন্তু সবাই উদার হতে পারে না।

* মানুষ ত সকলেই হয় কিন্তু উদার খুব কমই হয়।

* আমি মানুষ হতে পেরেছি তবে উদার হতে পারি নি, তাই আমার জিন্দেগির কোনো সার্থকতা নেই।

* যে নিজের সমালোচনা করতে পারে সে উদার হতে পারে।

* আত্মদোষগুণ বিবেচনার বিবেক যার আছে সে সবচেয়ে উদার।

* দ্রুত ফুরিয়ে এল দিন, দ্রুত শেষ হয়ে এল আয়ু; তবু মানুষ থেকে পিছে তবে অগ্রসর হই কবে?

* শত্রুকে মিত্র ভাবা মহৎগুণ।

* ‘আলোকিত মানুষ চাই’ স্লোগান যদি অন্ধকারে থাকে তা হলে আলোকিত মানুষ কি পাওয়া যায়? তাদের খোঁজ করতে হয়। খোঁজখবর নিতে হয়। সংগ্রহ করতে হয়। আলোকিত মানুষ বনতে সাহায্যসহযোগিতা করতে হয়। আলোকিত মানুষ বানাতে হয়। দা-ছোরাকে যেমন শান দিয়ে দিয়ে ধারালো রাখতে হয়, তেমনি উৎসাহোদ্দীপনার মাধ্যমে সবকিছুকে আলোকিত করতে হয়। তারপর সবকিছু আলোকিত হয়।

* অনেকে কোটি টাকার মালিক হয় কিন্তু দুই টাকার সম্মান অর্জন করতে পারে না! অনেকে দুই টাকার মালিক নয় কিন্তু কোটি টাকার সম্মানের অধিকারী! ভাল কর্মের ফল সব সময় ভাল।

 

চলবে…

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top