Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

পৃথিবীর সীমানায় তবে

: | : ২৪/১০/২০১৩

____________________________

 

 

আমার হৃদয়ে রক্ত নদী

একবার প্রিয়া পার হতে যদি

সোহাগের ফুল গুলো ঢেউ তোলে

দোলে দোলে দোলে

আছড়ে পরতো না প্রিয়া

তোমার হৃদয়ের কূলে ?

তুমি ও পাখা মেলে

রাজ হংসীর মতো প্রিয়া

রক্তের নদীতে আহ্লাদে ভেসে

হৃদয়ের তরলে তরঙ্গে

সাঁতার কেঠে কেঠে যেতে

সুখের অনুভবে ভালবেসে

ভাল লাগা কোমল পরশে প্রিয়া

উঠতে না হেসে ?

 

 

রক্তের কণা গুলো ফুলের রেণু

রেণু গুলো ভালবাসে তোমায় জেনো ;

তোমার উচ্ছ্বল হাসির শব্দ শ্রবনে

রক্তের কণা গুলো উচ্ছ্বাসে মাতে

রক্তের নদীতে প্রিয়া জোয়ার উঠে

চকমকি হিরে জ্বলে তরঙ্গ মুকুটে ;

তরঙ্গ দোলে যদি

ওগো দোলে উঠে

তোমার হৃদয়,

পৃথিবীর সীমানায় তবে

আকাশ কি প্রিয়া

যাবে না গো মিশে

দিগন্ত রেখায় ?

 

___________________________

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top