Top today
শ্রদ্ধাঞ্জলি
আমার খুব খুব প্রিয় গায়ক , উপমহাদেশের সঙ্গীত জগতের বিখ্যাত গায়ক মান্না দে আমাদের ছেড়ে চলে গেলেন অন্য জগতের কোন কফি হাউজের আড্ডায় । ৯৪ বছর বয়সি এই শিল্পী আজ ২৪ অক্টোবর বৃহস্পতি বার রাত সাড়ে তিন তাঁর দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন । তাঁর আত্মার শান্তি কামনা করছি । তাঁর গাওয়া আমার খুব প্রিয় কিছু গানের লাইন তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে উল্লেখ করছি।
১। পৌষের কাছাকাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসবে কি কখনো ।
২। খুব জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতই আছো?
৩। ক’ ফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালবাসবে
৪। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই
৫। সেই তো আবার কাছে এলে
৬। সবাইতো সুখি হতে চাই
৭।রঙ্গিনী কত মন মন দিতে চায়
৮। সে আমার ছোট বোন
আরও অসংখ্য গান তিনি গেয়েছেন। তাঁর গানের মাঝেই বেঁচে থাকবেন তিনি আজীবন ।