Top today
নি:সঙ্গতা
আমার আনন্দ বলি
দু:খ ভাগ করি
কথা বলি
এমন কেউ যে নেই !
কাকে বলি ?
মাঝে মাঝে মনে হয়
আমিই আমার সাথে
আসর জমাই।
তাও মাঠে মারা পড়ে !
যেই স্রষ্টা
আমাকে বানান
তিনিও নি:শব্দরূপে
বিরাজ করেন !
এইসব সঙ্গহীন দিনে
কার সাথে থাকি ?
কার সঙ্গ চেয়ে
হা হুতাশ করি ?