Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

তিনিই আমার রব

: | : ১৪/০৬/২০১৩

গভীর রাতে ভাবছি বসে
ঐ আকাশটা নিয়ে
নিপুণভাবে সাজাল কে
চাঁদ তারকা দিয়ে ?

খুটি বিহীন আকাশটাকে দাঁড় করাল কিসে ?
ভাবনা কেমন এলোমেলো পাচ্ছিনা তাই দিশে।

কার আদেশে পূব আকাশে
সূর্য্যি মামা উঠে ?
সময় হলে কার আদেশে পশ্চিমেতে টুটে ?

হঠাত্ কেন একলা বসে ভাবছি আমি কি সব ?
তিনি হলেন মালিক সবার তিনিই আমার রব।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top