Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

উত্তর

: | : ২৬/১০/২০১৩
হারানোর আর ভয় কি?
 হারিয়েছিই তো সবচেয়ে দামী মানুষটাকে।
যে কখনও ছিলনা আমার।
‘তবে কেন এতো দুঃখ এ হৃদয়ে?’
জিজ্ঞাসে জনে জনে।
‘আশিকের হৃদয় চৌচির
তখনই হয় যখন ছাড়তে হয় ভালবাসাকে।
যাকে হয়নি কখনও বলা।
হয়নি কখনও ধরা জড়ায়ে’।
হেসে বলি সন্তর্পণে।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top