Top today
মায়াবিনী আমার মায়াবিনী
মায়াবিনী আমার মায়াবিনী
– মোঃওবায়দুল ইসলাম
মায়াবিনী, তুমি আমার মায়াবিনী
বিনিদ্রিত নয়নে সর্বদা তোমার মুখখানা
ভাসে। ভেসে ওঠে তোমার ওষ্ঠাধর, চোখদুটো
সুস্পষ্ট ধরা পড়ে – আমার শ্রাবনের অঝোর চোখে।
নিদ্রিত চোখে ধরা দাও আমার কক্ষে
মনে হয় তোমার কেশেরা আমার সোনালী
সকাল থেকে দূরে রাখার জন্য বিছিয়ে দিয়েছ;
তার মাঝেও হাতড়ে ফিরি তোমার মধুর হাসি।
আমার সর্বসত্তা জুড়ে তুমি মায়াবিনী যেন
অন্ধকার আকাশে পূর্ণিমার চাঁদ।
সুখালয়, নিমহাওলা
৩০/১০/২০০৫
কবিতাটি ২৫/০৮/২০০৬ তারিখে বাংলাদেশ বেতার , খুলনা র অঙ্কুর থেকে প্রকাশিত হয়।