Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

ফোন পরবর্তি আকুতি :রাজনীতি নয়, দেশ এবং মানুষ নিয়ে ভাবুন ।

: | : ২৬/১০/২০১৩

আজ রাজনীতি বিদদের নিয়ে লিখতে ইচ্ছে করছে না । দেশ বার বারই নির্বাচনের সময় এমন অস্থির সময় পার করবে এ যেন খুব স্বাভাবিকই হয়ে যাচ্ছে । কালকেও মিছিলে সাত জনের মৃত্যু হয়েছে । এই মৃত্যুগুলোর কোন অনুশোচনাও কারও মধ্যে নেই । কোন দল বলছে এরা শহীদি মরন পেয়েছে আবার কোন দল বলছে সহিংশতা রোধে পুলিশ অপরাধের বিরুদ্ধে করনীয় ব্যবস্থা গ্রহন করছে । আজ খুব স্পষ্ট ভাবেই বোঝা যাচ্ছে আবার সামনে শংকার সময় । আমরা রাজনীতির এই খেলা বা অপখেলা যাই বলি না কেন বার বার দেখেই যাচ্ছি । আমিওতো শিকার হতে পারি এই তান্ডবের । কি কষ্ট মানুষের ! কেউ যেন অনুধাবনের নেই । দেশের সব মানুষই চাইছে একটি সমঝোতা হোক কিন্তু তারতো কোন পথই পাওয়া যাচ্ছে না । এই যে চারিদিকে না, না শব্দ এতে করে আমরা প্রতিনিয়তই আমাদের মানবতাকে বিপন্ন করে ফেলছি । কতজন কত ফমূর্লা দিচ্ছে কেউ সরকার ব্যবস্থা নিয়ে, কেউ সংবিধান নিয়ে আবার কেউ শুধু তত্বাবধায়ক সরকার নিয়ে । আসলে যার যেটা দরকার তারা তা নিয়েই নতুন নতুন সূত্র দিয়ে যাচ্ছে । কিন্তু এই যে প্রতিনিয়ত একজন একজন করে সাধারন মানুষের শহীদি মৃত্যুর দোহাই দিয়ে মানবতার নিঃশেষ হয়ে যাওয়া কেউ দেখার নেই বা এদের অধিকার নিয়ে কোন ফর্মূলা দেওয়ার নেই । আপনি আমিও সবসময় ভাবি কিভাবে রাজনীতির পরিবর্তন করা যায় কিন্তু আমাদের আজ ভাবতে হবে কিভাবে জনগনের অধিকার নিশ্চিত করা যায় এ নিয়ে ।

একটি দেশের সরকার সে দেশের জনগনের অধিকারের সামিস্টিক রুপের কেন্দ্র । কিন্তু কেন্দ্রের নরন চরনে যে সারা গোলক নড়ে এই ভার নেওয়ার ক্ষমতা কেন্দ্রের অর্জন করতেই হবে । কিন্তু যদি কোন কারনে অস্থির, সব অস্থির হয়ে যায় তবে …….?

হ্যা আজ আমরা এই তবের সামনেই দাড়িয়েঁ । এমন একটা কিছু করতে হবে যাতে সবার আগে জনগন বাচেঁ ।একজন সাধারন মানুষ কি ক্ষমতা চায় ? কখনই তা চায় না । তাদের চাওয়া খুবই স্বাভাবিক আর তা হল স্বাচ্ছন্দে চলা ।যদি ক্ষমতা প্রাপ্তির আকাঙ্খা জনগনের নাই থাকে তবে সব দলেরই উচিজনগনের জন্য কাজ করা ।দুই দলের প্রতি সব জনগনের পক্ষ থেকেই অনুরোধ জানাচ্ছি আপনারা নমনীয় হয়ে যান । হরতাল তুলে নেন । একটা মানুষের জীবন চলে গেলে হয়ত তা সমুদ্র থেকে এক ফোটা পানি নেওয়ার মতই তবে যার স্বজন যায় তার কাছে এক সমুদ্রই চলে যাওয়া ।এখন রাজনীতি নিয়ে ভাবার চেয়েও দয়া করে মানুষ নিয়ে ভাবুন ।

এই মুহূর্তে খবর শুনলাম মাননীয় প্রধানমন্ত্রির সাথে মাননীয় বিরোধীদলীয় নেত্রীর সাথে ফোনে কথা হয়েছে । এটা আমাদের রাজনীতির মোড় ঘুরতে হয়ত অনেক কাজে দেবে কিন্তু এই কাজে দেওয়ার জন্য অবশ্যই দুদলের সমঝোতার দরকার । আমরা সবাই দুদলকেই অনুরোধ করছি আপনারা নমনীয়তা দেখিয়ে জনগনকে এই অশান্তি থেকে মুক্তি দিন ।    

 

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top