Top today
অনন্ত যাত্রা
মহাকাল নামক সময়ের কাছে সঁপে দিয়েছি আমার পার্থিব সবকিছু
আমার মনের আঙ্গিনা জুড়ে এখন তাই বিধ্বস্ত কালো মেঘের ছায়া
জীবনের কুটিল সময়গুলো বারবার পিছন থেকে আমার
পুরান জামার আস্তিন টেনে ধরে ডাকে।
সময়ের এমন অসময়োচিত কান্ড দেখে হাসবো না কাঁদবো
আমি বুঝে উঠতে পারি না,
সময়ের কাছে আমার শতছিন্ন পুরান জামাটি খুলে দিয়ে ন্যাংটা হয়ে পথে নামি
হাঁটি, হাঁটি ক্লান্তিবিহীন এক মহাকালের পথে।