তোমার স্নান সময়
নদীর ঘাটের এই পাড়ে
ছোট্ খেজুর গাছের নীচে
কুমড়োর জাঙলা তলে
বসে থেকে থেকে ক্লান্ততা
বার বার এদিক ওদিক তাকিয়ে
পথ চেয়ে দৃষ্টি হলদে হয়ে আসা
তোমার অপেক্ষায় ………..
ওই ঐটুকু সময়ই তোমাকে দেখি
যখন দুপুর গড়িয়ে
ক্লান্তির ঘুম আসে
তখন নদীর ঘাটে
তোমার স্নানের সময়…..
উদ্যাম আনন্দ
আমার ঘুম কেড়ে নেয়
তোমাকে দেখার প্রত্যাশায় ।
খুব বেশী স্পষ্ট নয়
তবুও চোখ স্থির রয়
তোমার স্নানের ঝাপটানো দোলায়
পানির কম্পন,
নদীর ওপার থেকে এপারে
আমার বুকেরও ভেতরে
টবাৎ টবাৎ শব্দে
সমান দোলা দিয়ে যায়…….!
নদীর তীন্ক্ষ সাদা জলে
ডুব দিয়ে উঠে
তোমার মুখে জাপটে যাওয়া চুল
ভেজা বাহু যুগল তুলে
ছিটেফোটা পানির দোলাচলে
শক্ত করে বাঁধার সময়
শাড়ীর ফাঁক গলে বের হওয়া
ফর্সা নারী মানব রংয়ের
অর্ধ নগ্ন পিঠের মাঝে
শাড়ীর লেপ্টে থাকা আদর
ঘুম জড়ানো দুপুরে
বসিয়ে রাখে আমাকে……
ঐ টুকুইতো সময়
তোমাকে পাওয়ার
অথবা আমাকে
তোমার কাছে পাওয়ার
সামান্য লুকিয়ে বের করা সময় ।
(সাইদ চৌধুরী)
রচনাকাল: ২৫/১০/২০১৩ ইং রাত ১১:৩০মিনিট)