Top today
অনর্থক ভাবনা
একটা কথা হরহামেশাই
চিন্তা হয় গো দাদা মশাই !
কোন্ কালে কোন্ পথের মাথায়
যাত্রা করে চলছি কোথায়;
কোথায় গো সেই পথের শেষ ?
ছোট্ট মাথায় ভাবনা অশেষ !
কি উদ্দেশে এ কোন্ পথে
চলছি এ কোন্ ভাঙ্গা রথে
কোন্ ভবিষ্যতের পানে
কেউ কি তাহা জানে ?
নিত্য তবু চিত্ত কাড়া
বহু যত্নে স্বপ্ন গড়া
চলছে নিশি-দিন।
ভেঙ্গে-গুড়ে হচ্ছে বিলীন
তবুও চেষ্টা সাবার
তীব্র বেগে বারংবার।
আরও একটা ভাবনা দাদা
আমরা বুঝি সবাই গাধা !
দুখের বোঝা নিত্য দিনে
ঘাম ঝড়ানো টাকায় কিনে
করছি বহন গাধার মতোই
নাবছি ক্রমে জলে অথৈ !