Top today
তোমার ভালোবাসা পাইনি
আমি সাগর দেখিছি
সাগরের গর্জন শুনিনি।
আমি আকাশ দেখেছি
আকাশের বিশালতা দেখিনি।
আমি চাঁদ দেখেছি
চাঁদের কলঙ্ক দেখিনি।
আমি পাহাড় দেখেছি
পাহাড়ের চূড়ায় উঠিনি।
আমি তোমাকে দেখেছি
তোমার ভালোবাসা পাইনি।
আমি সাগর দেখিছি
সাগরের গর্জন শুনিনি।
আমি আকাশ দেখেছি
আকাশের বিশালতা দেখিনি।
আমি চাঁদ দেখেছি
চাঁদের কলঙ্ক দেখিনি।
আমি পাহাড় দেখেছি
পাহাড়ের চূড়ায় উঠিনি।
আমি তোমাকে দেখেছি
তোমার ভালোবাসা পাইনি।