Top today
কেউ নেই
আজ মনেতে আমার ব্যাথা হয়ে বাজে কেউ নেই কেউ নেই,
আজ বিশাল গহীন সমুদ্রের বুকে ঢেউ নেই ঢেউ নেই।
আজ বনে বনে ময়ূর কাঁদিছে নেই মন-ময়ূরীর দেখা।
আজ সবুজে সবুজে মনের বেদনার নীলাভ ছবি আঁকা।
আজ রৌদ্রে কোন ছায়া নেই অনস্তিত্তে ডুবেছে সবাই,
আজ যত রুপ ফুলের বনের বলে চল যাই, চল যাই;
আজ মনের যত স্বপ্ন আছে সবে আমারে দিয়েছে ছুটি,
আজ মনে হয় যত রাত গেছে চলে সবেই করেছে ট্রুটি;
ব্যাথায় মন, চলে গেছে সে, স্বপ্ন-ময়ুর ভুলিছে উড়িতে;
আজ আকাশে নেই কোন মেঘ গর্জনে গর্জনে ডাকিতে;
২২.০৬.১৩, ঢাকা।