মহান ২১শে ফেব্রুয়ারী ২০১৪ উপলক্ষে সম্মিলিত প্রকাশনা
প্রিয় লেখক বন্ধুরা
চলন্তিকাতে আমরা এতদিন অনেক লেখা পেয়েছি। গত একমাসে অনেক গুলো মেইল পেয়েছি যেখানে তারা অনুরোধ করেছেন আসছে মহান ২১শে ফেব্রুয়ারী উপলক্ষে আমরা যেন অন্যান্য ব্লগের মত কোন প্রকাশনা করি। ভবিষ্যতে চলন্তিকার একটি প্রকাশনা প্রতিষ্ঠান করার ইচ্ছা আছে যেখান থেকে প্রতি মাসে একটি শিল্প-সাহিত্য-ভ্রমন বিষয়ক একটি অরাজনৈতিক পত্রিকা বের করা আর সাথে সাথে নিয়মিত ভাবে সেবা প্রকাশনীর ধরনের বিভিন্ন বই বের করা। চলন্তিকা যখন নিয়মিত ভাবে প্রকাশনী প্রতিষ্ঠান শুরু করবে, আনুমানিক ২০১৬ সাল থেকে, তখন কোন বই বের করার জন্য কোন লেখকের কাছ থেকে অর্থ/ টাকা নেওয়া হবে না। এটি অবশ্য আরও বছর দুই পরের চিন্তা। আপনারা মহান আল্লাহ এর নিকট দুয়া করুন, আল্লাহ যেন আমাদের এই ইচ্ছাটা পূরণ করেন।
এবার আসি যে প্রসঙ্গে এই পোস্টটি। আমরা যদি আসছে ফেব্রুয়ারী তে সবাই মিলে একটি সম্মিলিত বই বের করি তাহলে কেমন হয়? আমরা ভবিষ্যতে যে ধরনের স্টাইলে বই বের করব সম্মিলিত বইটি ঠিক সে ধরনের স্টাইলে বের করতে চাই। তাহলে আমাদের একটা প্রস্তুতিও হয়ে যাবে। আমাদের বই গুলোর ধরন হবে –
সাইজ : ৬.৯” x (৪.৮”+ ৪.৮”)
কভার পেপার : ১৯০ গ্রাম আর্ট পেপার, চার কালার, ইউভি লেমিনেশন
পৃষ্ঠা সংখ্যাঃ ১১২
ভেতরের কাগজ : ৬০ গ্রাম
ভেতরের ছাপা : এক কালার
বাঁধাই : জুস বাইন্ডিং / অটো বাইন্ডিং
মূল্যঃ ১০০ টাকা।
এখন আপনারা যদি মনে করেন যে আমরা সবাই মিলে একটা সম্মিলিত বই প্রকাশনা করতে পারি তাহলে আপনাদের অনুরোধ করব আপনারা আগামী ২৫ নভেম্বরের মধ্যে লেখা ইমেইল করে পাঠিয়ে দিন।
যেহেতু এটি একটি সম্মিলিত উদ্যোগ, সেহেতু আপনাদের জানিয়ে রাখি যে প্রতিটি পৃষ্ঠার জন্য লেখকদের কাছ থেকে তিনশ টাকা করে নেয়া হবে। প্রতি পৃষ্ঠা হিসাবে লেখককে চার কপি বই দেওয়া হবে। সাথে লেখক প্রতি একটি সৌজন্য কপি দেওয়া হবে। আপনাদের এখনই টাকা পাঠাতে হবে না। আগে লেখা পাঠিয়ে দিন।
লেখা অবশ্যই চলন্তিকাতে পূর্বে প্রকাশিত হতে হবে। চলন্তিকা ছাড়া অন্য ব্লগে প্রকাশিত হলেও আপত্তি নাই। তবে চলন্তিকাতে অবশ্যই প্রকাশিত হতে হবে। এই পোস্টে আপনারা আপনাদের লেখার লিঙ্ক দিতে পারেন। সবচাইতে ভাল হয় যে আপনারা যদি একাধিক লেখা জমা দেন। আমরা সেখান থেকে আপনার সেরা লেখা বাছাই করে নিতে চেষ্টা করব।
এবার আপনাদের উদ্দেশে জানিয়ে রাখি এ সম্পর্কিত শিডিউল –
লেখা জমা দেবার শেষ তারিখঃ ২৫ নভেম্বর, ২০১৩
লেখকের নাম প্রকাশঃ ৫ ডিসেম্বর, ২০১৩
টাকা পাঠানোর শেষ তারিখঃ ২০ ডিসেম্বর, ২০১৩
বই প্রকাশের তারিখঃ ২০ জানুয়ারি ২০১৪
সকলকে কুরিয়ার করা হবেঃ ২০ জানুয়ারি ২০১৪
যারা বিদেশে অবস্থান করবেন তাদের ক্ষেত্রে বাংলাদেশে অবস্থানরত তাদের প্রতিনিধির কাছে পাঠানো হবে। অথবা তারা যদি খরচ বহন করতে রাজি থাকেন তবে তাদের কাছে DHL/FEDEX এর মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।
আপনাদের সকলের অংশগ্রহণ ও মতাতত আশা করি।
ভাল থাকুন।