Top today
প্রিয়া
প্রিয়া তোমার জন্মদিনে
তাজা ফুলের শুভেচ্ছা
তোমার সাথে প্রেম করতে
আমার জাগে ইচ্ছা।
আমি তোমায় ভালোবাসি
কেন তুমি বুঝনা?
তুমি যতই কর বাহানা
আমি তোমায় ছাড়ব না।
প্রিয়া জন্মদিনের এই শুভক্ষণে
থাক তুমি সুখে
তোমায় ভালোবেসে থাকব
আমি সুখে দুঃখে।