Top today
মধুঝরা আরাধনা কর
ও বিধি-কোন পথে চলবো আমি
চলার পথ এখন একটাই- ইচ্ছা
করলে কি সে পথতে যাওয়া যায়
ও বিধি-কোন পথে চলবো আমি-
মেঘ ভেদ করে বলে দাও না-সাত
আসমানের উপর ওয়লা-তোমার হুকু
ছাড়া বালুর এক বিন্দু উড়ে না-কোন
পথে চলবো-ও বিধি বলে দাও না।।
এভাবের মন উদয় হলো- কত না
ফুল বাগান দেখা গেল-কোণ ফুলের
গন্ধ এখন আমি লইব-গোলাপ বলে
আমার গন্ধ ভাল-রজনীগন্ধা-চাম্পা
বকুল বলে আমাদের আর ভাল-সবি
দেখি যে তোমার সৃষ্টি- কারটা ছাড়া
কারটা ধরি- মনটা যে মানছে না
বুঝছে না- ও বিধি বলে দাও না।।
এজগত জুড়ে দেখছো কি?হিংসা দন্ডের
ছড়া ছড়ি-সবি জানো সবি পারো দাও
না দোয়াল হেদায়াদের বৃষ্টি ঝরি-পবিত্র
বৃষ্টি ভিজে মুছে দিবে-মনের সব দুর্গতি
সিক্ত ফুলের গন্ধ সৌরভে-হাশরের ময়দানে
তোমার কৃপায় হবো যে চোখের মনি-ও উপর
ওয়লা বলে দাওনা সে পথের ঠিকানা-মরণের
আগ পর্যন্ত করে যাব- মধু ঝরা আরাধনা।।
লেখার তারিখঃ ০৬/০৪/১৩