Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

থাকলে তো ‌বা হ্যাঁ করি না

: | : ৩০/১০/২০১৩

থাকলে তো ‘বা’ না করেন না
বড়ই দয়ার শরীর
আসল কথা নাইযে কিছুই
ভরসা তাই ‘হরি’র।
কার আছে ‘বা’ এই দুনিয়ায়
অগাধ ভালবাসা
মাচাঁন ভরা লাউ সীম আর
কিংবা পটল শশা ?
আসলেই কি থাকলে দিতো ?
প্রশ্ন ওঠে মনে
‘কেউ দেয় না, কেউ দেয় না’
বলছে জনে জনে।
তবু , ‘থাকলে তো ‘বা’ না করি না’
হাজারও আশ্বাস,
‘কোন্টে পাবেন, কোন্টে পাবেন’
শুধুই দীর্ঘশ্বাস…….!
সবার মুখেই দয়ার মুখোশ
আসলে, সবই সবার আছে
দেয় না কারণ- নিয়ে যদি
ফেরৎ না দেয় পাছে ?
এমন অবিশ্বাসের দোলাচলে
দুলছে দেশের মাটি
বলতে পারিস হতভাগা ?
কোন্ লোকটা খাঁটি ?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top