Top today
তানপুরাটা ভেঙ্গে গেছে
তানপুরাটা ভেঙ্গে গেছে
আর কখনো বাজবে না
ছুয়ে দেখি সুর গুলো ঘুমিয়ে আছে
কাঁদছে আমার গান গুলো
ফাকা ঘরে টুনটুনিয়ে
আর যে কেও গান গাইবেনা
ভোর হলে
মধুর সুরে সারগাম আর বাজবেনা
ঝন ঝনিয়ে মাতাল হওয়ায়
রিদয় আর নাচবেনা
আমার লিখা গান গুলো
প্রাণ যে আর পাবেনা
তানপুরাটা ভেঙ্গে গেছে
ঘর কাপিয়ে ঝনঝনিয়ে
আর কখনো বাজবেনা
থাকবে পরে এক কনেতে তানপুরাটা