Top today
মায়া হরিণী
.
মায়ার বনে মায়া হরিণী লুকোয় লাজের ঝোপে
ডাগর কাতর নয়ন দু’টি হেরি হৃদয় কাঁপে
সবুজ পত্র পল্লব ফাকে মোরে চেয়ে চেয়ে দেখে
কি যে মায়া স্নেহ ছায়া আহা ঐ দু’টি কাতর চোখে
শুধুই কাছে টানে মোরে অদৃশ্য মায়া যাদু বাণে
হৃদয় উথলে উঠে আহা আবেগে আনন্দ গানে
কি যেন খুঁজি মায়ার দীঘি ঐ দু’টি ডাগর চোখে
পাখীর বাসার মত যেন সে আমায় কাছে ডাকে;
মায়াবী সন্ধ্যায় মুখোমুখি দেখা হালদার বাঁকে
হঠাৎ দেখে যেন চম্কে উঠে মায়ার সোহাগে
গোধূলি রঙে রেঙে উঠে মুখ আরক্ত অনুরাগে
শরমে নত ঐ দু’টো চোখে চেয়ে দেখে ইষৎ বেকে
কোমল সোহাগে বলি – আসবে না ওগো মোর ঘরে
বাঁধ ভাঙ্গা কান্নায় মায়ার বাঁধনে জড়িয়ে ধরে।
.