Top today
বন্ধু দিবস
এমন বন্ধু কোথায় পাই
চরিত্র যার ভালো ,
মনেতে নেইকো আঁধার
অন্তর টা নয় কালো ।
নাহি করে ধুমপান
নাহি করে নেশা ,
ভালো হতে করে আদেশ
সেটাই তার পেশা ।
লেখা পড়া করে ভাল
স্কুল সেরা ছাত্র সে –
হবো আমি তারই বন্ধু
বাংলার এই বন্ধু দিবসে ।