Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

‘একুশ’

: | : ৩০/১০/২০১৩

‘একুশ’
অদম্য কৃষকের ফসলের মাঠ
বহু সযত্নে বাঁধানো পুকুরের ঘাট
ফোটে হেথা বাহারি রঙের ফুল ,
মৃদু বাতাসের দোলায় ভ্রমর ব্যাকুল ।

প্রতিবাদের ভাষা যেন পাখিদের ঠোঁটে
সূর্য্য মুখিরা বাগিচায় ফোটে,
উড়ে পাখি আপন পাখায়
শাখা থেকে আরেক শাখায়,
মায়ের বুলি শিখব অন্তর খুলে
সকল বেদনা যাব ভুলে ।

একটি গোলাপ ঝড়েছিল সেদিন
লাখো গোলাপের তরে
ভালবাসার মোহনায় দাড়িয়ে
বলেছিল মাগো তোমায় ভাল বাসি,
তোমার কন্ঠের মায়াবি সুর যারা করে বঞ্চিত
রাজপথ হয় রক্তে রঞ্জিত
ইতিহাসের পাতায় নাম লেখাতে নয়
নয় অর্থ কিংবা নেতা হবার লালষায়
হ্রদয় নিংড়ানো অসীম ভালাবাসায়
করলাম তুচ্ছ, তাঁজা জীবন এক গুচ্ছ ।
জেগেছে তোমার শত কোটি সন্তান
রাখতে তোমার মান।
শহীদ মিনারে লাখ জনতার ঢল
যুবক যুবতি ছুটে দলে দল
একুশে-স্বাধীনতার বীঁচ বপণ করেছিল যাঁরা
কৃষ্ণচূড়া শাখায় শোভিত
টক টকে লাল সালাম লও তাঁরা ।
“একুশ” সোনালী ফসলের নাম
রফিক, শফিক,বরকত ও সালাম ,
প্রাণের বিনিময়ে রেখে গেছেন
বুক ভরা শত আশা
বাংলা আমার মায়ের ভাষা।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top