Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

পড়ালেখা

: | : ৩০/১০/২০১৩

পড়ালেখা ভাল্ লাগেনা
মন করে আনচান
স্যারের জ্বালা আর সহেনা
কষে ধরে কান ।

সকাল সাঁঝে আম্মু বকে
আপু দিন দুপুরে
খেলতে গেলে ভাইয়া ডাকে
চর থাপ্পর মারে ।

ইংরেজি কঠিন লাগে
বাংলা অনেক মজা
পড়তে গেলে তিতা লাগে
লেখা হয়না সোজা ।

অংক দেখে মাথা ঘোরে
বানাইছে কোন বেটা
পেতাম যদি কাছে ধারে
দিতাম বেজায় পিটা ।

আব্বু বলে মানুষ হব
করলে পড়া শুনা
বাড়ি গাড়ি সবি পাব
অভাব রইবে না ।

তাই শুনিয়ে এলো হুস
পাঠে দিলাম মন
হয়ে গেলাম বড় মানুষ
মহত্‍ গুণি জন ।

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top