Top today
অভিনন্দন রিতুমনী
শয়নে স্বপ্ন হাতেছিল ক্রিকেট ব্যাটবল
চার ছক্কার তুলবে যে ঢল আর ঢল-
সে তো আর কেও নয়-বাঙ্গালী যমুনা
পারের ছোট মেয়ে রিতুমনী- আমাদের
রিতুমনী ও তোরা বিজয়ের ধ্বণি বল।।
মোদের গাঁয়ে এনে দিল সূর্য সোনালী রোদ
ভাবেনী কেউ! জেগে তুল ঘুমন্ত বোধ
অভিনন্দন সংবর্ধনা কর রে তোরা কর-
আজ উঠেছে সূর্য সোনালী রোদ।।
মন জুড়ে সুদৃঢ় প্রত্যায় করে বসবাস
আনবে সে জাতীর সুনাম ক্ষাতি যশ
তাই তো বুকেতে বাঘের ন্যায় সাহজ-
নয় ঘৃণা নয় দন্ড ও তোরা আশীর্বাদ কর।।
কাঙ্ক্ষিত ভোর হবে আজ অথবা কাল
বিশ্বকাপের টফি আসবে ঘর হবে উজ্জ্বল
বাজে উঠবে রঙ মাখা আনন্দের ঢোল-
স্বপ্ন আশা নিয়ে জানাই অভিনন্দন রিতুমনী।।
লেখার তারিখঃ ২৭/১০/১৩
==================