Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

১১২ বছর ধরে জ্বলছে যে বাল্ব

: | : ৩১/১০/২০১৩

1

জন্ম থেকে জ্বলছি মাগো! হ্যাঁ, বাল্বটির অবস্থা কিন্তু সত্যিকার অর্থেই তাই। ১৯০১ সালে প্রথম সুইচ দেয়ার মাধ্যমে আলো দেয়া শুরু করে বাল্বটি। তারপর থেকে যেন কোনো বিরাম নেই। টম বেরামেল নামের সাবেক দমকলকর্মীর অফিসে গত শতক থেকে অল্প ওয়াটের এ লিভারমোর বৈদ্যুতিক বাতিটি জ্বলছে। ধারণা করা হয়, বাল্বটি প্রথমবার চালু করার পর কখনোই এর সুইচটি বন্ধ করা হয়নি।

 

আর এটাই নাকি এ বাল্বের টানা ১১২ বছর ধরে জ্বলে থাকার রহস্য। টানা এত দীর্ঘ সময় আলো দেয়ার জন্য বাল্বটি গিনেজ বুকে নিজের নামটিও তুলে ফেলতে সমর্থ হয়েছে। টম বেরামেল অবসর নিয়েছেন, কিন্তু তার অফিসের বাল্বটি কিন্তু এখনও নিরন্তর নিজের কাজ চালিয়ে যাচ্ছে। তাই টম মাঝে মধ্যে অফিসে ঘুরতে যান, বাল্বটিকে দেখে আসেন। অতীত সময়ের কত যে স্মৃতি জড়িয়ে আছে বাল্বটির সঙ্গে!

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top