Top today
ছোট্ট কথা
*****
কল্পলোকের স্বপ্ন সুধা
নিত্য মনে বাড়ছে ক্ষুধা,
স্বপ্ন যত মনের কোণে
চলছি ছুটে তারই টানে।
*****
মনের মাঝে মেঘের ঘর
মেঘের উপর মন।
মনের মধ্যে হর-হামেশা
মেঘ জমছে সারাক্ষণ।
*****
কল্পলোকের স্বপ্ন সুধা
নিত্য মনে বাড়ছে ক্ষুধা,
স্বপ্ন যত মনের কোণে
চলছি ছুটে তারই টানে।
*****
মনের মাঝে মেঘের ঘর
মেঘের উপর মন।
মনের মধ্যে হর-হামেশা
মেঘ জমছে সারাক্ষণ।