Top today
দেশটা এখন
দেশটা এখন
– মোঃ ওবায়দুল ইসলাম।
দেশটা এখন কেসটা হয়ে গ্যাছে আদালতে,
সত্য এখন পথ্য পায়না আছে কোন মতে।
ঘরে চুরি বাইরে চুরি,চুরি যে সব খানে,
(আমি অবোধ ) ভাবি মনে যাব কোন খানে।
মিথ্যা এখন বড় রাজা নেতার মাঝে থাকে,
থানা এখন খানা হল নেতা সাবের ডাকে।
সুখালয়, নিমহাওলা
৩০ জুন ২০০৫