Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

ঘোষণা

: admin | : ৩১/১০/২০১৩

এখন থেকে-

১। প্রতিমাসে প্রথম ২০ জনের প্রাপ্ত পয়েন্টের ৫% পরবর্তী মাসের সাথে যোগ হয়ে যাবে।

২। প্রতিমাসের ১০ তারিখের মাঝে যারা ২০০ এর অধিক মন্তব্য করবেন তারা সবাই অতিরিক্ত ১০০ পয়েন্ট বোনাস পাবেন।

৩। মাসে ১০০০ টি মন্তব্য করলে কিংবা ২২৫০+ পয়েন্ট পেলে অথবা আপনার লেখা একমাসে ২০০০+ বার পড়া হলে প্রকাশিতব্য মাসিক পত্রিকার একটি সংখ্যা ফ্রী পাবেন। একই লেখক / প্রদায়ক শুধুমাত্র একটি ক্ষেত্রেই বিবেচিত হতে পারবেন।

 

অক্টোবর মাসে সবচেয়ে বেশি মন্তব্য করেছেন আমির ভাই। তিনি পাচ্ছেন “জিরো ২ ইনফিনিটি” ম্যাগাজিন চলতি কপি। ১০০০ এর উপর করা সর্বোচ্চ তিন মন্তব্যকারী এই পুরষ্কার পাবেন। অক্টোবর মাসে শুধু আমির ভাই ১০০০ অতিক্রম করতে পেরেছিলেন। তার জন্য অভিনন্দন।

 

সেপ্টেম্বর’১৩ এর সেরা সমালোচক হয়েছেন তাপস কিরণ রায়।

 

অক্টোবর মাসের সেরা প্রদায়ক হচ্ছেন –

১। আমির হোসেন (৩০৪৩)

২। শাহ্‌ আলম শেখ শান্ত (২০৬৬)

৩। এম, এ, কাশেম (১৮৩৩)

বিজয়ীদের অভিনন্দন জানাই। আপনাদের ১৫ তারিখের মধ্যে সম্পাদক বরাবর মোবাইল নাম্বার মেইল করার জন্য অনুরোধ রইল।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ৫৮ টি
সর্বমোট মন্তব্য: ০ টি
নিবন্ধন করেছেন: ২০২৪-১১-২৩ ০৬:১০:০২ মিনিটে
Visit admin Website.

মন্তব্য করুন

go_top