Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

“লাজুক বিদ্রোহী”

: | : ৩১/১০/২০১৩

মনে মনে বিদ্রোহী

উপরেতে মোসাহেবি।

গুটিয়ে থাকা ভেজা বিড়াল।

আঁচলের তলে খুঁজি নিজের আড়াল।

 

ক্ষোভের উনুনে পানি ছিটিয়ে করি নিস্তেজ।

আমরা আমলহীন কোরআনে হাফেজ।

বিদ্রোহী বুনো ঘোড়ার লাগাম টেনে ধরি।

লজ্জাবতী লতার মত লাজে মরি।

ঢাকনা দিয়ে ঢেকে রাখি ক্ষোভের বাষ্প।

ঘাম দিয়ে নেমে যায় ক্ষোভের তপ্ত।

আমরা লুকিয়ে রাখি অন্তরের সত্য ওহী।

আমরা এমন লাজুক বিদ্রোহী।

 

আমরা লুঙ্গী খুলে মুখ ঢাকা ইজ্জতদার।

অধিকার যেন বিনয়ী বিনম্র আবদার।

বুক ফাটে তো মুখ ফাটে না;লজ্জাবতী রমণী।

হিমশীতল নিস্তব্ধ রক্তের ধমনী।

 

গতরে মোদের গণ্ডারের আবরণ।

গরম খুন্তির খোঁচায়ও হয় না যাতন।

মনে মনেই কেবল যত অংক কষি।

শেষ বেলাতে এসে কাচুমুচু আপোষী।

মনে মনে সাজাই বিপ্লবী স্লোগান।

তবে উচ্চ সুরে গাই স্তুতির গান।

দেখেও দেখি না;ইচ্ছাকৃত বেখেয়ালি।

মনে মনে চুপিসারে ভীতির সুরে জপি গালি।

আমরা অন্যের কাঁধের নিশ্চিন্ত আরোহী।

এমনি আমরা সংগ্রামী-বিদ্রোহী।

 

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top