Top today
স্মৃতি রেখে যাব না
(বিষন্ন বিদায় প্রহরে রুয়েটের সকল অনুজ ও সহপাঠীদের উদ্দেশ্যে)
কী হবে স্মৃতি রেখে, বিদায়ী আল্পনা এঁকে
কী হবে শুকনো ফুলে ফুলদানী সাজিয়ে,
বিদায়ী বেদনার বীণা-থাক না থাক না
কী হবে আজ তা বাজিয়ে ।
যে সূর্য ডুবে গেছে, যে চাঁদ ক্ষয়ে গেছে
তাতো ফিরে আসবে না আর,
আসলেই যেতে হয়, স্থাণু কেউ নয়
তবে কেন বৃথা হাহাকার ।
কী যে মজা হারাতে, নীরবে মিশে যেতে
তা বুঝবে কী করে সে,
যে শুধু স্মৃতি লেখে, বারবার ফিরে দেখে
অজান্তে নিজের পেছনে ।
যাপিত সুখগুলো, অতিক্রান্ত দুখগুলো
যেহেতু ফিরে আর পাব না,
সিদ্ধান্ত নিলাম তাই, যাই যেখানেই যাই
চলে যাব, স্মৃতি রেখে যাব না ।
স্মৃতি রাখব না গানে, কবিতার চরণে
ভুলোমনার মতো ভুলে যাব আমিও,
মেনে জগতের রীতি, ভুলে ভালবাসা প্রীতি
পার যদি ভুলে যেও তুমিও ।