Top today
আজ বাড়ী যাচ্ছি
আজকে আমি বাড়ী যাব পাশে নেইত কেউ
দু’হাত দিয়ে বৃষ্টি ছোঁব, ছোঁব নদীর ঢেউ।
আমার দু’পা ভিজবে আজি যমুনা নদীর তীরে
সন্ধ্যা হলে আসব ফিরে আমার আপন নীড়ে।
আস যদি দেখতে আমায় ধলেশ্বরীর পাড়ে
টাঙ্গাইলের চমচম দিব আদর করে তাঁরে।
আসলে আমায় বন্ধু ভেবে আমার ছোট্ট বাড়ী
সাড়া গায়ে জড়িয়ে দেব টাঙ্গাইলের শাড়ী।