সব কটি ভাল লাগা!!!
ভাল লাগে ঐ নীল স্নিগ্ধ আকাশ,
ঐ সবুজ রং মাখানো মুলায়েম ঘাস।
ভাল লাগে সব কটি গাছকে নাচানো,
আর গায়ে পরশ লাগানো দক্ষিণা বাতাস।
ভাল লাগে সমুদ্রের ঢেউ আছড়ে পড়া সেই গর্জন,
ভাল লগে ঝর ঝর করে ঝরে পড়া সেই বৃষ্টির ক্রন্দন।
ভাল লাগে সুন্দর কুমল হিংসাহীন নিঃশ্বার্থ ভালবাসা,
ভাল লাগে উচ্চ স্বরে কষ্টহীন উল্লাসীত প্রাণ খোলা হাসা।
ভাল লাগে ঐ চাঁদনি রাতের ফকফকে সাদা সুন্দর চাঁদের আলো,
ভাল লাগে কিচির মিচির করা সবকটি পাখিদের গান গুলো।
ভাল লাগে সমুদ্রের ওপারে ডুবে যাওয়া লাল রক্তিম সুর্যাস্ত,
ভাল লাগে সুন্দর স্বপ্নের প্রলেপ দিয়ে ঝেরে ফেলা মনের সব কষ্ট।
ভাল লাগে গাড়ীর স্টেয়ারিংয়ে ধরে, গান শুনে শুনে দুরে কোথাও যাওয়া,
ভাল লাগে জানালা খোলা গাড়ীতে ঢুকে পড়া সু সু শব্দ করা হাওয়া।
ভাল লাগে সবাই যখন নরম সুরে ডাকে আমার নামটি ধরে,
ভাল লাগে শুনতে আমার নামটি তখন আদর মাখানো সুরে।
ভাল লাগে হাঁটতে আমার উচু নিচু সেই পাহাড়ী নির্জন পথে,
ভাল লাগে সরু আকাবাঁকা পথ দিয়ে সেই গ্রামের ভিতর চলে যেতে।
ভাল লাগে রিক্সায় বসে ঝাকুনি খেয়ে খেয়ে সারাদিন ভরে ঘুরতে,
ভাল লাগে রাস্তার দুই পাশের বড় বড় গাছের দৃশ্য গুলি দেখতে।
ভাল লাগে ট্রেনের জানালা দিয়ে হাত বের করে শব্দ করা বাতাস নিতে,
ভাল লাগে ট্রেনে বসে গল্প করে করে ঝাল মুড়ি আর বাদাম খেতে।
ভাল লাগে দেখতে আমার প্রেমিক প্রেমিকার হাত ধরে যাওয়া,
ভাল লাগে অনুভব করতে প্রেমিক প্রেমিকার একে ওপরকে চাওয়া।
ভাল লাগে ছোট শিশুটি মা এর কুলে বসে পা দুলিয়ে আনন্দ করা,
ভাল লাগে ছোট্র মেয়েটি বাবার পাশে শুয়ে শুনে যখন অনেক ছড়া।
ভাল লাগে সমুদ্রের পাড়ে গিয়ে ঝিনুক কুড়ানো আর বালুচরে হাটা,
ভাল লাগে বাবার কুড়িয়ে আনা,
ভোরের শিশির ভেজা বকুল ফুলের মালা গাথা।
ভাল লাগে প্রিয় জনের প্রাণ ঢালা উজার করে দেওয়া অফুরন্ত আদর,
ভাল লাগে স্বামী স্ত্রীর পাগলের মত চুমু দেওয়া ঐ গালের উপর।
ভাল লাগে স্বামী স্ত্রীর মিস্টি মধুর মন কারানো মান অভিমান,
ভাল লাগে ওদের মন নিয়ে খেলা, একে অপরের মিশে যাওয়া প্রাণ।
ভাল লাগে ওদের চোখে চোখে দেখা একে অপরকে বুঝতে পারা,
ভাল লাগে যখন নিজেদের ভুল শুধরিয়ে এক সাথে থাকে ওরা।
ভাল লাগে পরিবারের সবাই মিলে মিশে এক সাথে থাকা,
ভাল লাগে আমরা সবাই একে অপরকে নিজেদের মত করে দেখা।
ভাল লাগে সন্তানরা বাবা-মায়ের গলায় জড়িয়ে ধরা,
ভাল লাগে পিতা মাতাদের নিঃস্বার্থ আদর মাখা উপচে পড়া।
ভাল লাগে আমরা সবাই একে অপরকে খারাপ চোখে না দেখা,
ভাল লাগে মিলে মিশে থেকে সবাই যখন হিংসাকে করি উপেক্ষা।
ভাল লাগে সবাই আমরা একে অপরের সাথে সুন্দর করে কথা বলা,
ভাল লাগে সবাই মিলে সুপথে বা সুন্দর করে এক সাথে চলা।