Top today
শাহ্ আলম শেখ শান্ত ও এম, এ, কাশেম ভাইকে অভিনন্দন!
অক্টোবর ’২০১৩ এর সেরা প্রদায়কের তালিকায় ২য় ও ৩য় স্থান অর্জনকারী শাহ্ আলম শেখ শান্ত ও এম, এ, কাশেম ভাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন। আর আপনার প্রতি অনুরোধ থাকবে আমাদের সাথে নিয়মিত লেখার চেষ্টা করবেন।
দোয়া করি আপনারা একদিন এদেশের একজন স্বনামধন্য সেরা লেখক হউন। শুভ হোক আপনাদের ব্লগিং জীবন। ধন্যবাদান্তে- আমির হোসেন