Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

কুয়াশা ঢাকা ভোরে

: | : ০১/১১/২০১৩

জানালা খুলে তাকিয়ে দেখি
কুয়াশা ঢাকা ভোর
শিউলী ফুলে গাছ ভরেছে
পাইনা দেখা তোর।
শিশির ভেজা দূর্বা ঘাসে
পা ভিজিয়ে তুই
আসতি কত ফুল তুলিতে
আজকে আছিস কই ?

লেখক সম্পর্কে জানুন |
সর্বমোট পোস্ট: ০ টি
সর্বমোট মন্তব্য: ১ টি
নিবন্ধন করেছেন: মিনিটে

মন্তব্য করুন

go_top