Top today
লেঞ্জা ধরে লাফায় বিড়াল
বেড়া ভেঙ্গে একটি ইঁদুর
ঢুকলো এসে পাকঘরে
কেউ জানে না বিড়ালছানা
বসেছিল তাক করে।
বিড়াল দেখে ইঁদুরছানা
পালায় বেড়া ফাঁক করে
লেঞ্জা ধরে লাফায় বিড়াল
বিরাট বড় হা করে।
বেড়া ভেঙ্গে একটি ইঁদুর
ঢুকলো এসে পাকঘরে
কেউ জানে না বিড়ালছানা
বসেছিল তাক করে।
বিড়াল দেখে ইঁদুরছানা
পালায় বেড়া ফাঁক করে
লেঞ্জা ধরে লাফায় বিড়াল
বিরাট বড় হা করে।